শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

স্বদেশ ডেস্খ: টেস্টের সুদীর্ঘ ইতিহাস দলটির। অথচ র‌্যাঙ্কিং চালুর পর কখনো স্বাদ নেয়া হয়নি প্রথম স্থানের। দেরিতে হলেও সেই কাজটি করে দেখালো এবার নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দলটি এসেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

শুধু পাকিস্তান নয় গত কয়েক মাসে নিজেদের মাটিতে দুর্দান্ত টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। রীতিমতো পর্যুদস্ত করেছে এর আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। তার ফলটাও হাতে নাতে পেল উইলিয়ামসন শিবির। দেশের মাটিতে সব মিলিয়ে ১৭ টেস্ট ধরে অপরাজিত তারা। সবশেষ হারটি ছিল ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877