স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ টেস্ট আঙিনায় পা রেখেছে আজ থেকে দুই দশক আগে। সেখানে আফগানিস্তান সাদা পোশাকে নাম লিখিয়েছে বছর দুয়েক হলো। অথচ টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেছে আফগান শিবির।
অনেকদিন ধরেই টেস্টে ৯ নম্বর দল বাংলাদেশ। কিন্তু র্যাঙ্কিং হালনাগাদে চিত্রে পরিবর্তন। বাংলাদেশের অবস্থান এখন ১০ম। আফগানিস্তান নবম। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। অপরদিকে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭।
টেস্টে দুই বছরের পথচলায় আফগানিস্তান ম্যাচ খেলেছে হাতে গোনা চারটি। কিন্তু সাফল্য ঈর্ষণীয়। দুটিতে জয়, দুটি হার। বাংলাদেশের সাথে লড়াইয়েও তারা জিতেছিল ২২৪ রানের বিশাল ব্যবধানে।
অপরদিকে, ২০১৯ সালের পর এখন পর্যন্ত খেলা সাত টেস্টের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। কিন্তু বাকি ছয়টিতে বাজেভাবে হার। আফগানদের বিপক্ষে ম্যাচটি ছাড়া অন্য সবগুলো ছিল ইনিংস ব্যবধানে হার।
তবে আশার খবর রয়েছে বাংলাদেশের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর একটি ম্যাচে ড্র করতে পারলেই আফগানদের পেছনে ফেলবে বাংলাদেশ। দ্বিতীয় সারির উইন্ডিজ দলের সাথে ড্র নয়, জয়ের লক্ষ্যেই অবশ্য মাঠে নামবে টাইগাররা। জয় পেলে তখন রেটিং পয়েন্টও বেড়ে যাবে বেশ।