স্বদেশ ডেস্ক:
মাগুরায় জোড়া মাথা নিয়ে এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। গতকাল দুপুরে বেসরকারি একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা মাগুরা সদরের জগদল এলাকার দরিদ্র কৃষক পলাশ মোল্লা জানান, স্ত্রী সোনালির (২৩) প্রসব বেদনা হওয়ায় তাকে মাগুরা ভায়না এলাকার মা হোমিও ক্লিনিকে আনা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। পরে ডা. মাসুদুল হক শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন। এ দম্পতির এর আগে এক সন্তান রয়েছে। প্রসূতির শারীরিক অবস্থা ভালো জানান তিনি।
শিশুটির পরিচর্যায় নিয়োজিত সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স রাশিদা খাতুন জানান, একই শরীরে দুটি মাথাসহ জন্ম নেওয়া শিশুটির অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেনসহ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা করছেন। তবে শিশুটির শ্বাসকষ্টজনিত
সমস্যা রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যেতে অনীহা প্রকাশ করেন শিশুটির দরিদ্র পিতাসহ পরিবারের সদস্যরা।
এদিকে দুই মাথাসহ জন্মা নেওয়া নবজাতককে দেখতে হাসপাতালে ভিড় করেন উৎসুক মানুষ।