স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মুরাদনগর এলাকায় রোববার বিকেলে শ্মশানের ছাদ ধ্বসে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
নিহতরা জয় রামের দাহে অংশগ্রহণ করতে এসেছিল। দুর্ঘটনার পর উদ্ধারকর্মী ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তুপের নিচে অনুসন্ধান চালান।
মীরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম জানান, ‘এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন। ঘটনাস্থালে সর্বমোট ৩৮ জন মানুষ উপস্থিত ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে তা রাজ্য সরকারের নিকট পাঠানো হবে।
গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের প্রধান মেডিক্যাল তত্ত্বাবধায়ক ডা. অনুরাগ ভারগাভা বলেন, হাসপাতাল ১৯টি লাশ পেয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দও দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি, ইন্ডিয়ান এক্সপ্রেস