বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

গুলি করে আফগান সাংবাদিককে হত্যা

গুলি করে আফগান সাংবাদিককে হত্যা

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। ফলে এ নিয়ে গত দুই মাসে দেশটিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচজন গণমাধ্যম কর্মী প্রাণ হারালেন। আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

নিহত সাংবাদিকের নাম বিসমিল্লাহ আদেল আইমাক (২৮)। তিনি সাদা-ই-ঘোর (ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ নামের এক রেডিও চ্যানেলের প্রধান সম্পাদক ছিলেন। ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ জানান, বিসমিল্লাহ আদেল ২০১৫ সালে ওই রেডিও স্টেশনে যোগ দেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে গত শুক্রবার অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী তার ওপর ওই হামলা চালায়। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে লিখেছেন, ‘তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ রকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না।

প্রসঙ্গত, আফগানিস্তানে অনেক দিন ধরেই সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। এরপরও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে সহিংসতা বেড়েছে। আর এই সগিংসতার শিকারে পরিণত হচ্ছেন দেশটির সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মানবাধিকারকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877