বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

নিউইয়র্কে দেয়াল ধ্বসে নিহত বাংলাদেশী নির্মাণ শ্রমিকের জানাজা শুক্রবার

নিউইয়র্কে দেয়াল ধ্বসে নিহত বাংলাদেশী নির্মাণ শ্রমিকের জানাজা শুক্রবার

স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কের ব্রুকলীনে সীমানা প্রাচীরের কাজ করার সময় দেয়াল ধ্বসে নিহত বাংলাদেশী নির্মাণ শ্রমিক জসিম মিয়ার নামাজে জানাজা বুধবার বাদ এশার পরিবর্তে শুক্রবার (১ জানুয়ারী) বাদ জুমা ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বাংলাদেশে গ্রামের বাড়ীতে প্রেরণ করা হবে বলে কমিউনিটি নেতৃবৃন্দ ইউএনএ প্রতিনিধি-কে জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সোমবার দুপুরে দেয়াল ধ্বসের ঘটনা ঘটে এবং জসিম মিয়ার মৃত্যু এবং আশরাফুল হাসান নামের আরেক বাংলাদেশী শ্রমিক আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মৃত্যুবরণকারী জসিম মিয়া ব্রুকলীনের ওয়েস্ট মিনিস্টার এলাকায় বসবাস করতেন। বিগত ১১/১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। বাংলাদেশে তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তার পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকেন। ১২ বছরের তার এক সন্তান রয়েছে। যার মুখ জমিস মিয়া দেখতে পারলেন না।

ঘটনারদিন ব্রুকলীনের সানসেট পার্কের ৪২ স্ট্রিট, ফোরর্থ এবং ফিফথ এভিনিউয়ের মাঝামাঝি একটি দ্বিতল ভবনের সীমানা প্রাচীরের কাজ করছিলেন জসিম ও হাসান। কাজ চলাকালে ঐদিন বেলা পৌণে ১টার দিকে দেয়াল ধ্বসে তাদের চাপা দেয়। এতে জসিমের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার তদন্ত চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877