বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড : দাবানলে পুড়ে ছাই

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড : দাবানলে পুড়ে ছাই

স্বদেশ ডেস্ক:

এ বছর প্রাকৃতিক দুর্যোগের চড়ামূল্য দিতে হয়েছে বিশ্ববাসীকে। একদিকে কয়েকটি দেশ স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়েছে অন্যদিকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি অঞ্চল। বড় বড় ঘূর্ণিঝড়ের মধ্যে ছয়টি আঘাত হেনেছে এশিয়ায়। চীন ও ভারতে বন্যায় চার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। ভারতে কয়েক মাসের টানা বন্যায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চীনকেও এবার দীর্ঘ বন্যা মোকাবিলা করতে হয়েছে।

জুন থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় দেশটিতে প্রায় তিন হাজার দুইশ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। তবে চীনে প্রাণহানির সংখ্যাক কম ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের কারণে এক হাজার তিনশ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

ইউরোপের দেশগুলোও এ বছর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। ফেব্রুয়ারিতে ঝড় কিয়ারার কবলে পড়ে আয়ারল্যান্ড, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ কাবু হয়। এ ছাড়া বছরের শেষ দিকে শক্তিশালী ঝড় বেলার মুখে পড়ে যুক্তরাজ্য। এ বছর ভয়াবহ দাবানলের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বছর শেষ নাগাদ রাজ্যটিতে ৯ হাজার ছয়শর বেশি দাবানলের ঘটনা ঘটে। সব মিলিয়ে দশ লাখ একর বা রাজ্যটির মোট এলাকার ৪% পুড়ে গেছে। শুধু ক্যালিফোর্নিয়াতেই অন্তত ৩৩ জন মারা গেছে। অন্যদিকে দাবানলে পুড়েছে অস্ট্রেলিয়াও। এই দেশটির দাবানলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। গার্ডিয়ান, বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877