স্বদেশ রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় স্টেট ক্যালিফোর্নিয়ায় এক দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের এই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ১। এর আগে বৃহস্পতিবার একই এলাকায়া ৬ দশমিক ৪ মাত্রার ভুমিকম্প হয়েছিল। সর্বশেষ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শুক্রবার রাত আটটার কিছু পরে (বাংলাদেশ সময় শনিবার সকাল) এই ভূমিকম্প অনুভূত হয় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে। ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি ছিলো আগের দিনের কম্পনের চেয়ে ১১ গুন বড়।
ক্যালিফোর্নিয়া স্টেটের রাজধানী লস এঞ্জেলেস থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণে ছিলো ভূমিকম্পের উৎপত্তি স্থল।
এর আগে ১৯৯৯ সালে একই এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।