বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

ইসরাইলের সাথে সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে সৌদির : ইরান

ইসরাইলের সাথে সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে সৌদির : ইরান

স্বদেশ ডেস্ক:

ইরান বলছে, সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

কিছু আরব দেশ আপস প্রক্রিয়ার মাধ্যমে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, আপস প্রক্রিয়ায় যদি মুসলিমদেশগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয়, তবে তা অবশ্যই বর্জনীয়।

তবে বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। সৌদি আরবের সবুজ সংকেত নিয়ে এসব দেশ তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে।

তারা বলছেন, অচিরেই সৌদি আরবও সব রাখঢাক ঝেড়ে ফেলে কুদস দখলদার ইসরাইলের সাথে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে।

সূত্র : পার্সটুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877