বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

শীর্ষে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে ভারত

শীর্ষে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে ভারত

স্বদেশ ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে ভারতের। তবে শেষ চারে প্রতিপক্ষ কে তা এখনো নির্ধারণ হয়নি। পয়েন্ট টেবিলে বর্তমানে দুই নম্বরে রয়েছে কোহলিরা। ৮ ম্যাচে ৬ জয়, ১ হার এবং বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ার সুবাদে ভারতের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

লিডসে আজ শনিবার শেষ ম্যাচ খেলতে নেমছে ভারত। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে টস হেরে ফিল্ডং করছে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ভারত হেরে গেলে পয়েন্ট টেবিলে কোনো হেরফের হবে না। দুইয়েই থাকবে তারা। সেমিফাইনালের লাইনআপ এমন-এক নম্বর খেলবে চারের সঙ্গে; দুইয়ের সঙ্গে তিন। সেই হিসাবে ভারতের প্রতিপক্ষ হবে তখন ইংল্যান্ড। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে হারিয়ে এক নম্বরে উঠে আসলে তখন প্রতিপক্ষ হবে চার নম্বরে থাকা দল (নিউজিল্যান্ড)।

ভারতের পাশাপাশি একই দিন ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ারও। অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা জিতলে এবং ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে এক নম্বরে উঠে আসবে ভারত। ভারতের সমীকরণ যেখানে শীর্ষে ওঠার; শ্রীলঙ্কার সেখানে সান্ত¡নার ম্যাচ। টুর্নামেন্ট থেকে আগেই বাদ হয়ে গেছে ১৯৯৬ বিশ^কাপ জয়ীরা। ৮ ম্যাচে ৩ জয়, ৩ হার এবং বৃষ্টিতে দুই ম্যাচ পরিত্যক্ত হওয়া লংকানদের সংগ্রহ ৮ পয়েন্ট।

টেবিলের ছয় নম্বরে অবস্থান (পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের আগ পর্যন্ত)। ভারতকে হারালে আরও দুই পয়েন্ট যোগ হবে। সে ক্ষেত্রে পাঁচ নম্বরে উঠে আসার সুযোগ থাকছে। হেরে গেলে আগের আসনে থাকতে হবে। বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা লড়াইটা বেশ পুরনো। ৪০ বছর আগে দ্বিতীয় বিশ্বকাপে ১৯৭৯ সালে প্রথম দেখা এশিয়ার দল দুটির। প্রথম দেখায় বাজিমাত লংকানদের। এর পর ১৯৮৩ এবং ১৯৮৭ বিশ্বকাপে দেখা হলেও ১৯৯২ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত টানা দেখা হয়েছে দুদলের। তাতে কখনো ভারত, কখনো জয়ের হাসিতে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে মোট ৮ দেখায় জয়ের পাল্লা ভারী শ্রীলঙ্কার। দলটির ৪ জয়ের বিপরীতে, ভারতের জয় ৩টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে আজ নবমবারের মতো মুখোমুখি হবে তারা। ভারত জিতলে সমতায় আসবে; হেরে গেলে আরেকবার এগিয়ে যাবে শ্রীলঙ্কা। সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে কোহলির দল। তাই আজ ফেভারিট হিসেবেই মাঠে দেখা যাবে ভারতকে-সেটা মুখে না বললেও অনুমেয়

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877