বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১০ অপরাহ্ন

৬ ইঞ্চি তুষারে তলিয়ে যাবে বৃটেন!

৬ ইঞ্চি তুষারে তলিয়ে যাবে বৃটেন!

স্বদেশ ডেস্ক: পহেলা জানুয়ারি নতুন বছরের সূচনার আগেই ৬ ইঞ্চি পর্যন্ত তুষারে ঢাকা পড়তে পারে বৃটেন। এ জন্য বিভিন্ন অঞ্চলের জন্য চারদিনের সতর্কতা ঘোষণা করেছে আবহাওয়া অফিস।

তে বলা হয়েছে, স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে ভারি তুষার ও বরফে ঢেকে যাওয়ার হলুদ সতর্কতা দেয়া হয়েছে। সোমবার দেশের বিভিন্ন অংশে বেশ তুষারপাত হয়েছে।

আগামী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সতর্কতা দেয়া হয়েছে। ফলে গ্লুসেস্টারশায়ারে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। রেল চলাচল বিলম্বিত করা হয়েছে। অধিবাসীদের ঘরের ভিতরে অবস্থান করার আহ্বান জানিয়েছে পুলিশ। বেলা নামের ঝড় বৃটেনে ব্যাপক ক্ষতি করার পর এই তুষারপাত নিয়ে এরই মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

সোমবার দিবাগত রাতে তুষারপাত হওয়ার কথা স্কটল্যান্ডের দক্ষিণ এবং ইংল্যান্ডের উত্তরাঞ্চলে। সেখানে উপকূলীয় এলাকাগুলোতে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এরই মধ্যে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের কাছে।

শেফিল্ড, লিডস এবং ব্রাডফোর্ডের মানুষ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পারেন তাদের চারপাশ বরফে তলিয়ে গেছে। গ্লাসগোতে মঙ্গলবার তাপমাত্রা কমে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে। বৃটেনের মূল ভূখণ্ডেও তাপমাত্রা কমে যাবে। ফলে সড়কে চলাচল কঠিন হয়ে উঠবে।

মঙ্গলবার মাঝারি মানের বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে যারা তুষারের মধ্যে স্কি খেলেন বা তুলারপাত দেখতে পছন্দ করেন, তারা বাইরে বেরুতে পারবেন না। তুষারপাতের আশঙ্কা রয়েছে পিক ডিস্ট্রিক্ট, স্ট্যাফোর্ডশায়ার, শ্রোপশায়ার, মিডল্যান্ডস, ওয়েলসের কিছু অংশে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

আবহাওয়া অফিস বলেছে, এক থেকে ৬ ইঞ্চি তুষারপাত হতে পারে। মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার তুষারপাত বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থা হতে পারে উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস, ইস্ট অ্যাঙ্গলিয়া, ইংল্যান্ডের দক্ষিণাংশে।

ফলে পূর্ব লন্ডনে ১লা জানুয়ারি জনসাধারণের সময় কাটতে পারে কম্বল জড়িয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877