স্পোর্টস ডেস্ক:
বক্সিং ডে টেস্টে রানের পাহাড়ে নিউজিল্যান্ড। রোববার অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২২ রান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন কেন উইলিয়ামসন। ৯৪ রানে তিনি ছিলেন অপরাজিত। তার সাথে হেনরি নিকোলস ছিলেন ৪২ রানে অপরাজিত।
ম্যাচের দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ড অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৩তম সেঞ্চুরি। শেষ অবধি ১২৯ রানে তিনি ফেরেন সাজঘরে। ইয়াসির শাহর বলে আউট হওয়ার আগে ২৯৭ বলের ইনিংসে তিনি বাউন্ডারি হাকান ১২টি, ছক্কা একটি।
আগের দিন ৪২ রানে থাকা অপরাজিত নিকোলস এদিন তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি। ১৩৭ বলে পাঁচ চারে ৫৬ রান করে তিনি নাসিম শাহের বলে আউট হন।
মিডল অর্ডারে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান ওয়াটলিং। ১৪৫ বলের ইনিংসে তার ছিল আটটি চারের মার। তিনি শাহীন আফ্রিদির চতুর্থ শিকার।
শেষের দিকে টেস্ট মেজাজে খেলেছেন টেল এন্ডাররা। জেমিসন ৩২, সান্টনার ১৯, ওয়াগনার ১৯ রান করেন।
বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট নেন ইয়াসির শাহ। একটি করে উইকেট পান মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও ফাহিম আশরাফ।