বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই : শামীম ওসমান

২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই : শামীম ওসমান

স্বদেশ ডেস্ক:

বঙ্গন্ধুর ভাস্কর্যের বিরোধীতাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘আয়, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে। সাধারণ মানুষ হিসেবে একটু লড়াই করি। আমাদেরকে ইসলাম বোঝান। ২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই। ধর্ম সবার। ধর্মের জবাব আল্লাহর কাছে দেবো।’

আজ শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটি বালুর মাঠে থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানিনা। কালকে বলবে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। পরশু বলবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবেনা। তারপর বলবে ১৬ ডিসেম্বরে শহীদদেরকে শ্রদ্ধা জানানো যাবে না। তারপর বলবে পহেলা বৈশাখ করা যাবে না। একটার পর একটা কথা তারা বের করবে। এই কথাগুলো একটি চক্র বাংলাদেশের কিছু আলেমদের দিয়ে বলাচ্ছে। কিন্তু অধিকাংশ আলেমরা এদের সঙ্গে নেই। এদের জন্য বাহির থেকে টাকা আসছে।’

কর্মী সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশকে একটা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে আবারও মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। এর আগে তারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু এবার তারা শেখ হাসিনাকে না, আওয়ামী লীগকে না। পুরো দেশটাকেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।’

শামীম ওসমান আরও বলেন, ‘এই দেশটাকে সিরিয়া ও তালেবান রাষ্ট্রের মতো বানাতে মরিয়া হয়ে উঠেছে ওরা। আমাদের ভবিষ্যত বংশধররা একটা নতুন তালেবান ও সিরিয়ার মতো একটি দেশে বসবাস করবে। ওরা আমাদের দেশটাকে সেই জায়াগায় নিতে চায়।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত ওই কর্মী সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া।

এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালার বাদল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877