বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের টিনেসিতে বিস্ফোরণ, ভবন ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্রের টিনেসিতে বিস্ফোরণ, ভবন ক্ষতিগ্রস্ত

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টিনেসি রাজ্যের রাজধানী নাশভিলে শক্তিশালী বোমা বিস্ফোরণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ বলেছে, উদ্দেশ্যমূলকভাবে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার বড়দিনের সকালে এ ঘটনার পর নাশভিলের ডাউনটাউন বন্ধ করে দিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। সেখানকার মেয়র জন কুপার বলেছেন, প্রাথমিকভাবে যেসব তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই বোমা হামলা চালানো হয়েছে। এফবিআই ঘোষণা দিয়েছে যে, তারা ব্যুরো অব এলকোহল, ট্যোবাকো, ফায়ারআর্মস এন্ড এক্সপ্লোসিভস-এর সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

টিনেসির সবচেয়ে বড় শহর নাশভিল। এখানকার আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের স্থানে তারা মানুষের সম্ভাব্য কিছু নমুনার সন্ধান পেয়েছেন। তবে বিস্ফোরণের সঙ্গে তার কি সম্পর্ক সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি এর সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877