স্বদেশ ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে সরকারিভাবে নির্মিত প্রথম মসজিদ নভেম্বরে উদ্বোধন হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু বড়দিন উপলক্ষ্যে সেখানে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ উপলক্ষ্যে ওই মসজিদটি আবার খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। অনলাইন গার্ডিয়ান এ খবর দিয়ে জানাচ্ছে, দেশজুড়ে করোনা ভাইরাসের কারণে লকডাউন দেয়া হয়েছিল। কিন্তু বড়দিন উপলক্ষে তা শিথিল করা হয়েছে। ফলে গ্রিক অর্থডক্সরা দলে দলে তাদের ধর্মীয় রীতি পালন করবেন। এ সময়ে মুসলিমরাও যাতে তাদের উপাসনা করতে পারেন এ জন্য মসজিদটি খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গ্রিসের শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল গিওরগিস কালানটজিস বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো রকম বৈষম্য করা হবে না।