মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

১৯৫ রানে অল আউট অস্ট্রেলিয়া

১৯৫ রানে অল আউট অস্ট্রেলিয়া

স্বদেশ ডেস্ক:

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের হয়ে অভিষেকেই দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দলটি হারায় তিন উইকেট। একে একে বিদায় নেন জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০) ও স্টিভেন স্মিথ (০)। অসি শিবিরে প্রথম হামলা চালান বুমরাহ। তিনি বিদায় করেন বার্নসকে। এরপর অশ্বিনের স্পিন চক্করে সাজঘরে ফেরেন ওয়েড ও অভিজ্ঞ স্মিথ।
দলের প্রাথমিক বিপযয় সামাল দেন লাবুশানে ও ট্রাভিস হেড। এই জুটি দলকে নিয়ে যান ১২৪ রান অবধি। হেডকে অধিনায়ক রাহানের ক্যাচ বানান বুমরাহ। ৯২ বলে ৩৮ রানে ফেরেন হেড। দলীয় স্কোরে ১০ রান যোগ হওয়ার পর টেস্টে অভিষেকে নিজের প্রথম উইকেট পান হায়দরাবাদের অদম্য পেসার মোহাম্মদ সিরাজ। তার বলে লাবুশানে ক্যাচ দেন আরেক অভিষিক্ত সুবমান গিলের হাতে। প্রথম উইকেট প্রাপ্তিতে সিরাজের উল্লাস তখন গগন বিদারী।

১৩২ বলে ৪৮ রান করে ফেরেন লাবুশানে। এরপর অবশ্য ধারাবাহিক বিরতিতে উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার। শেষ অবধি স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৭২.৩ ওভারে ১৯৫ রানে। ক্যামেরুন গ্রিন ১২, অধিনায়ক টিম পেইন ১৩, নাথান লিওন ২০ রান করেন।

বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জসপ্রিত বুমরাহ। তিন উইকেট নেন স্পিনার অশ্বিন। ১৫ ওভারে ৪ মেডেনে ৪০ রানে দুটি উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সিরাজ। বাকি একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877