স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছেন সেই শুরু থেকেই। আর এসব প্রচারে তার একমাত্র পছন্দ টুইটার। কারণ প্রথম সারির সব গণমাধ্যমকে সবসময়ই ‘ভুয়া খবর’ বলে আসছেন তিনি। ট্রাম্পপন্থী বলে পরিচিত ফক্সনিউজ-ও এখন আর তার পক্ষে গান গায় না।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক টুইট করে ট্রাম্প জানাতে চাচ্ছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। শুরুর দিকে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের এ সংক্রান্ত টুইটের সাথে ‘ভোট জালিয়াতির এই দাবি বিতর্কিত’ উল্লেখ করে ‘লেভেল’ লাগিয়ে দেয়। তাতেও থামছেন না ট্রাম্প। অবশেষে টুইটার প্রকাশ্যে ট্রাম্পের নিজস্ব টুইটগুলোতেই জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা শুরু করেছে।
এতে টুইটারের উপর বেজায় ক্ষিপ্ত ট্রাম্প আজ টুইট করেই টুইটার ‘সত্য দমন’ করছে বলে মন্তব্য করেছেনঃ
“টুইটার তাদের ফ্ল্যাগ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, এমনকি সত্য দমনের কঠোর চেষ্টা করছে। তারা দেখিয়ে দিলো যে তারা কতোটা বিপজ্জনক হতে পারে, উদ্দেশ্যমূলকভাবে বাক স্বাধীনতাকে দমিয়ে রাখছে।
আমাদের দেশের জন্য এটা খুব বিপজ্জনক। কংগ্রেস কি জানে যে এভাবেই কমিউনিজম শুরু হয়?”
এর আগেই আরেক টুইটে ট্রাম্প লেখেনঃ
“ভোটচুরি কোন ষড়যন্ত্র ত্বত্ত্ব নয়, বাস্তবতা।”