রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

উপকূল রক্ষার প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি

উপকূল রক্ষার প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি

স্বদেশ ডেস্ক: উপকূলীয় অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত ৪টি প্রকল্পে ১৯০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা এখন অনেক দেশ অনুসরণ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

‘দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক গবেষণা ফলাফলে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। তারা বলছে, উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে উপকুলীয় এলাকায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলো বরাদ্দ কম পাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877