স্বদেশ রিপোর্ট: কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র স্থগিতকৃত কার্যনির্বাহী কমিটির ২০২০-২০২২ সালের নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হবে। এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১৫টি পদে এই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এসোসিয়েশনের ঘোষিত নতুন সময়সূচী মোতাবেক সংগঠনের অফিসে মনোনয়ন পত্র জমা আগামী ২৬ ডিসেম্বর শনিবার রাত ৫-১০টা, মনোনয়নপত্র বাছাই ১ জানুয়ারী শুক্রবার রাত ৫-৯টা, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ জানুয়ারী শুক্রবার রাত ৫-৯টা, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারী শুক্রবার রাত ৫-৯ টা, চুড়ান্ত তালিকা প্রকাশ ২২ জানুয়ারী শুক্রবার ৫-৯টা, ভোটগ্রহণ ও নির্বাচন ২৮ ফেব্রুয়ারী রোববার সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত। নির্বাচনের নমিনেশন ফি অপরিবর্তিত রয়েছে। নির্বাচনী সকল কার্যক্রম সমিতির অফিসে সম্পন্ন হবে। তবে ভোট গ্রহণের স্থান পরবর্তীতে জানানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক জানান, বিগত ২০১৯ সালের ১০ অক্টোবর কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইনক এর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হওয়ার পর অনিবার্য কারণবশত নির্বাচনী পরবর্তী কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে মামলার জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে বাকী নির্বাচনী কার্যক্রম ও চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। গত ১৮ নভেম্বর মাননীয় আদালতের নির্দেশক্রমে এবং ট্রাস্টি বোর্ডের চিঠি মোতাবেক নির্বাচন কমিশন পূর্বের স্থগিত নির্বাচন-২০১৯ এর পরবর্তী কার্যক্রমের তারিখ ঘোষণা করে।
আশীষ রঞ্জন ভৌমিক আরো জানান, বিগত ২০১৯ সালের ১০ অক্টোবর বিক্রিত ফরম ও তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নিউইয়র্ক সিটির কোভিড-১৯ এর নিয়ম-কানুন মেনে নির্বাচনী কার্যক্রম এবং চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনের চূড়ান্ত তারিখ ২৮ ফেব্রুয়ারী রোববার ধার্য করা হয়েছে। তবে কোভিড-১৯ বা অন্য কোন কারণে চূড়ান্ত নির্বাচনের তারিখ পরিবর্তন হলে, তা পত্রিকা এবং সমিতির নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। গঠনতন্ত্রের অধ্যায় ৫ এর ধারা ২১ থেকে ২৫ পর্যন্ত গঠনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী কার্যক্রমের যে নিয়ম রয়েছে, তা অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, এসোসিয়েশনের গঠনতন্ত্রের অধ্যায় ৫ এর ধারা ২১ এর ১ উপধারা মোতাবেক (কমিশনের সকল কার্যক্রম ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে)।
সংগঠনের গঠনতন্ত্রে ধারা ৩২ এর উপধারা ৪ এ বলা আছে, ট্রাষ্টি বোর্ড নির্বাচন কমিশনের কার্যক্রম তদারকি করতে পারবে এবং নির্বাচন প্রক্রিয়ায় যে কোন সমস্যা কমিশনের সাথে আলোচনাক্রমে তাৎক্ষণিক সমাধান করার ক্ষমতা রাখে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করছে এবং নির্বাচন সংক্রান্ত যেকোন বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আশীষ রঞ্জন ভৌমিক এই প্রতিনিধির সাথে আলাপকালে এসোসিয়েশনের নির্বাচন সফল করতে সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।