স্বদেশ ডেস্ক: বঙ্গবন্ধুর আদর্শ থেকে আওয়ামী লীগ সরে এসেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। ডাকসুতে হামলার একবছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কালোপতাকা মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকালে শহীদ মিনারের পাদদেশে একত্রিত হন নেতাকর্মীরা। বিক্ষোভ সহকারে কালোপতাকা মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আপনার আসুন আলোচনার টেবিলে, আপনারা আসুন যুক্তি-তর্কে। আমি প্রমাণ করে দেবো আপনারা বঙ্গবন্ধুর আদর্শে নেই।
তনু, বিশ্বজিৎ, আবরার, সাগর, রুনিদের উদাহরণ টেনে সাবেক ভিপি বলেন, দেশে দু’ধরণের আইন। আমজনতার বিচারহীনতার আইন।