স্বদেশ ডেস্ক: দোকানদারের সঙ্গে মাছ নিয়ে দর কষাকষি করছে কাক! বিষয়টি শুনতে যতই না অদ্ভুত, তার থেকেও অদ্ভুত এর ভিডিও। সম্প্রতি একজন অভিজ্ঞ ক্রেতার মতো মাছের জন্য দরাদরি করতে দেখা গেল ভারতের কেরালা রাজ্যের এক কাককে। বিচিত্র ঘটনার ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, মাছের ট্রে’তে বসে আছে একটি দাঁড়কাক। বাজারে সেটা নতুন কিছু নয়। কিন্তু এই কাক আর পাঁচটা সাধারণ কাকের মতো নয়। মাছের দোকানে বসে দিব্যি দোকানদারের সঙ্গে দর কষাকষি করল কাক।
প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও নাছোড়বান্দা কাকটি। তারপর দয়ার বশে একটা ছোট মাছ কাকটার দিকে এগিয়ে দিলেন মাছ ব্যবসায়ী। তবে, ছোট মাছ মোটেই পছন্দ নয় কাকটির। একের পর এক ছোট মাছ মুখে ধরে পরখ করেই ফেলে দিল সে। কর্কশ স্বরে করলো প্রতিবাদও। পরে একটু বড় সাইজের একটি মাছ দেওয়া হলে খোশমেজাজে তা নিয়ে উড়ে যায় কাকটি।
এখন পর্যন্ত ভিডিওটি চার লাখের বেশি দেখা হয়েছে। কাকের এমন কাণ্ড দেখে অবাক নেটিজেনরা। অনেকেই ছোটবেলায় গল্পে পড়া ‘বুদ্ধিমান কাকের’ পানি পানের গল্প স্মরণ করেছেন।