স্বদেশ ডেস্ক:
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। তবে দিনের তাপমাত্রা বাড়তে থাকায় ধীরে ধীরে কমতে শুরু করেছে শৈত্যপ্রবাহের রেশ। গত শুক্রবার থেকে টানা চার দিন শৈত্যপ্রবহ বিরাজ করছে বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ মৌসুমে সর্বনিম্ন।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে তেঁতুলিয়া, রাজারহাট, গোপালগঞ্জ, সীতাকু-, কুমিল্লা, বদলগাছি, শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু জায়গায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়ায় সেই পরিস্থিতি কেটে যেতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আমাদের পঞ্চগড় প্রতিনিধি নজরুল ইসলাম জানান, সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে কর্মহীন হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রবিবার সকালে রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।