স্বদেশ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তোয়াবুর রহমান (৫৫) নামে একজনকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোয়াবুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
নিহতের স্ত্রী খাইরুমা বেগম জানান, জমি নিয়ে তার স্বামী তোয়াবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের শহিদ হোসেনের বিরোধ ছিল।
রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে মেহগুনি গাছ লাগিয়ে জবরদখলের চেষ্টা করে প্রতিপক্ষরা। এ সময় তার স্বামী বাধা দিতে গেলে শহিদ হোসেন ৮-১০ জন লোক নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলাকারীদের দায়ের কোপ ও লাঠির আঘাতে তোয়াবুর রহমান গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। তাকে বাচাঁতে এগিয়ে আসলে নিহতের ভাই ইউসুফ, শ্যালক ছমির উদ্দীনসহ তিনি নিজেও গুরুতর আহত হন বলে জানান খাইরুমা বেগম।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি তদন্ত) আতিকুর রহমান আতিক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় আটজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।