রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

পাকিস্তান বাদ, সেমিফাইনালে নিউজিল্যান্ড

পাকিস্তান বাদ, সেমিফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: অসম্ভব সমীকরণের কারণে পাকিস্তান যে সেমিফাইনালে যেতে পারবে না, সেটা আগে থেকেই জানা ছিল। এবার এলো অফিসিয়ালি ঘোষণা। নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে আজ জিতলেও শেষ চারে যেতে পারবে না সরফরাজরা। তাই চলতি বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। এর আগে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে।

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার খেলতে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। লর্ডসে এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে। বাংলাদেশ আগেই বাদ পড়ে যাওয়ায় এই ম্যাচটি দাঁড়ায় নিয়মরক্ষার ম্যাচে।

বাংলাদেশকে যদি সাত রানে অলআউট করে পাকিস্তান ম্যাচটিতে জয়ী হতো, তাহলে সেমিফাইনাল খেলতে পারতেন সরফরাজরা। অর্থ্যাৎ ৩০৮ অথবা তার বেশি রানের ব্যবধানে জিততে হতো সরফরাজদের। তাই বাংলাদেশ আট রান করার সঙ্গে সঙ্গেই বিদায় ঘণ্টা বেজে যায় পাকিস্তানের।

এক ক্যাচ মিস করে আগের ম্যাচে ভুগতে হয়েছিল টাইগারদের। ওই ম্যাচে হারের কারণে সেমিফাইনালের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেও বারবার ক্যাচ মিস করেছেন টাইগার ফিল্ডাররা।

তবে শেষ পর্যন্ত মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শেষদিকে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। বিশ্বকাপের মঞ্চে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন দ্য ফিজ। ভারতের বিপক্ষে গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর আজ আবার পাকিস্তানের বিপক্ষে নেন পাঁচ উইকেট। এ ছাড়া সাইফ উদ্দিন নেন তিন উইকেট।

আজ পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন ইমাম উল হক। এ ছাড়া মাত্র চার রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন বাবর আজম। ৯৬ রান করে সাইফউদ্দিনের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। মোহাম্মদ হাফিজ ২৭ ও ইমাদ ওয়াসিম ৪৩ রান করেন।

একাদশে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে টাইগাররা। সাব্বিরের পরিবর্তে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ এসেছেন রুবেল হোসেনের জায়গায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877