বিনোদন ডেস্ক:
অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের সুন্নতে খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিদ্দিক। সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। সমসাময়িক বিষয় ও গুঞ্জনের সত্যতা জানতে অনলাইন’র পক্ষ থেকে যোগাযোগ করা হয় এই অভিনেতার সঙ্গে।
শুরুতেই জানতে চাওয়া হয়, সাবেক স্ত্রী মডেল মারিয়া মিমের অভিযোগ প্রসঙ্গে। ছেলে আরশ রহমানের খতনা করার বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কি আগে কথা বলেছেন? উত্তরে সিদ্দিক বলেন, ‘ছেলে বড় হয়ে যাচ্ছে। এটা আমরা দু’জনেই দেখছি। খতনা করানো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। বিষয়টি নিয়ে এর আগেও ওর সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু সে বিষয়টি গুরুত্বই দেয়নি। উনি আছে উনাকে নিয়ে। তাই বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ছেলে খতনা করার পর যেসব আনুষ্ঠানিকতা থাকে তাও আমি করবো। ১৮ তারিখ আমার গ্রামের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর ঢাকায় একটি অনুষ্ঠান করবো।’
শুনলাম, অভিনয় ছেড়ে দিচ্ছেন? উত্তরে তিনি বলেন, ‘অভিনয় ছেড়ে দেবো, তবে এখন না। শুরুর দিকে অভিনয়কে পেশা হিসেবে নিয়েছিলাম। তবে একটা সময় মনে হয়েছে নিজেকে অন্য পেশাতেও যুক্ত করা উচিত। এখন সেখানে প্রচুর সময় দিতে হচ্ছে। এ কারণে এখন কিন্তু অভিনয়টাও অনেক কমিয়ে দিয়েছি। আগে ৩০ দিনেই নাটকের কাজে ব্যস্ত থাকতাম। এখন কিন্তু তেমনটা হয়না। এখন কাজের সংখ্যা হাতেগোনা। অভিনয় ছাড়ার পেছনে আরও একটা বড় কারণ হলো, আমার বাবা একজন হাজী ছিলেন। বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন, যদি সম্ভব হয় মিডিয়া ছেড়ে দিতে। বাবাকে কথাও দিয়েছিলাম, মিডিয়া ছেড়ে দেব। তাই নিজেকে আস্তে আস্তে মিডিয়া থেকে গুটিয়ে নিচ্ছি।’
নতুন করে সংসার সাজানোর কথা ভাবছেন কিনা জানতে চাইলে সিদ্দিক বলেন, ‘জীবনে যা ঘটে গেছে, তা আকড়ে ধরে সারাজীবন পার করা ঠিক না। সামনে এগুতে হবে। নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা করছি। পরিবার থেকেও এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সংসারী মেয়ে দেখে সংসার সাজাবো।’