বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক চা দিবস আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

স্বদেশ ডেস্ক:

প্রতি বছর ১৫ ডিসেম্বর উদযাপিত হয় আন্তর্জাতিক চা দিবস। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলো ২০০৫ সাল থেকে প্রতি বছর এ দিবসটি উদযাপন করে আসছে।

 

আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্দেশ্য হলো- চা বাগানের কর্মী-উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা।

 

২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় ভারতের নয়াদিল্লিতে। পরবর্তীতে ২০০৬ ও ২০০৮ সালে দিবসটি উদযাপনের আয়োজন করে শ্রীলংকা। আন্তর্জাতিক চা দিবস উদযাপন এবং এর সঙ্গে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলনের যৌথ আয়োজন করে থাকে বিভিন্ন শ্রমিক কল্যাণ সমিতি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ