স্বদেশ ডেস্ক: চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে তিয়েনআনমেন স্কয়ারে হিরোস মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে চীনা বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪টায় পুষ্পস্তবক অর্পণকালে প্রধানমন্ত্রী বীরদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
অনুষ্ঠানে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। সেই সঙ্গে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) চেয়ারম্যান লি ঝেংশোর সঙ্গে বৈঠকে অংশ নেন।
advertisement
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পাঁচ দিনের সরকারি সফরে চীনে রয়েছেন। উভয় দেশ আশা করছে, এ সফরের মাধ্যমে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে।