স্বদেশ ডেস্ক: ফাইজার আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। সেখানকার প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। প্রথম দিকে যারা এই টিকা নেবেন, তাদের মধ্যে তিনিও থাকবেন বলে পরিকল্পনা রয়েছে তার। তবে এই টিকা সিঙ্গাপুরে পৌঁছাতে পারে এ মাসের শেষের দিকে। ৫৭ লাখ মানুষের সিঙ্গাপুর ২০২১ সালের মাঝামাঝি সবার জন্য পর্যাপ্ত টিকা পেয়ে যাবে বলে জানিয়েছেন লি। তিনি বলেছেন, সিঙ্গাপুরের নাগরিকদের জন্য এবং সেখানে দীর্ঘ সময় বসবাসকারীদের জন্য এই টিকা দেয়া হবে বিনামূল্যে। তবে টিকা নেয়ার জন্য কাউকে বাধ্য করা হবে না। স্বেচ্ছায় নিতে হবে এই টিকা।