স্বদেশ ডেস্ক:
দেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসঙ্গে প্রতিষ্ঠাকালীন সদস্যসহ মোট ২৭ জন নাট্যকর্মী দলত্যাগ করেছেন। গতকাল শনিবার দলপ্রধান অনন্ত হিরা বরাবর তারা দলত্যাগের চিঠি জমা দেন।
দলত্যাগ প্রসঙ্গে প্রাঙ্গণেমোর’র স্থায়ী সদস্য মাইনুল তাওহীদ লিখিত প্রেস নোটে বলেন, ‘ক্রমাগত অনিয়ম আর ভাবনাগত অমিলের কারণে শেষ পর্যন্ত আর এই দলে থাকা সম্ভব হলো না। যেমন- আমি নিজে এই দলের অর্থ বিভাগের দায়িত্বে থাকলেও আমাকে পাশ কাটিয়ে অর্থের সমস্ত হিসাব দলপ্রধান অনন্ত হিরা নিজে করেন। এভাবে তো আসলে চলে না।’
দলের আরেক স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘দলটি আসলে পারিবারিক থিয়েটারে পরিণত হয়েছে। এখানে সাধারণ সদস্যদের কোনো সম্মান ও মূল্য ছিল না। এসব আর মেনে নিতে পারছি না বলেই দলের বেশির ভাগ সদস্য একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রাঙ্গণেমোর ছেড়ে যেতে যে ২৭ জন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন তারা হলেন- মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, তৌফিক আজীম রবিন, রবি খান, মীর সালাউদ্দিন বাবু, আবু হায়াত মাহমুদ জসিম, সাইম সিদ্দিকী অপু, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, প্রবন বন্ধু নাথ তুহিন, সীমান্ত আমীন, আমিরুল মামুন, অনিন্দ্র কিশোর, ডালিম মিলাদ, তৌহিদ বিপ্লব, সাইদুর রহমান নয়ন, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, মাহমুদুল হাসান, আব্দুল হাই, এম এম আর মিঠুন, ঊর্মিলা মজুমদার, রাকিব হাসান ও জয়নাল আবেদিন মনির।