স্বদেশ ডেস্ক:
বিয়ের দিন মানুষ সাজগোজ করে ঝলমলে পোশাক পরে আসে। কিন্তু সেখানে এসবের বদলে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরে বিয়ের আসরে আসতে দেখা গেছে বর-কনেকে। কারণ বিয়ের দিনই সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পান কনে। কিন্তু তাই বলে বিয়ে বাতিল করার পক্ষে ছিলেন না ওই কনে। তাই পিপিই পরেই বিয়েটা সেরে ফেলেন ওই নবদম্পতি।
গত রবিবার ভারতের রাজস্থানে এ ঘটনা ঘটে। গণমাধ্যমগুলো জানায়, দুদিন আগে কনের চাচার করোনা শনাক্ত হওয়ায় পরিবারের সবার নমুনা সংগ্রহ করে কর্তৃপক্ষ। পরে বিয়ের পূর্বনির্ধারিত দিন সকালে খবর আসে কনের রিপোর্ট পজিটিভ। তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।
কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন থাকায় প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই পরিবার। নবদম্পতি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল বর-কনের বাবা-মা ও পুরোহিত। তবে পিপিই পরেছেন সবাই। বিয়ের পর কনে এবং বরকে কোভিড-১৯ আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।