স্বদেশ ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন নাজমুল হোসেন শান্ত। আর আসরে প্রথম দল হিসেবে ২০০ রানের দেখা পেলো শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। একই ম্যাচে বল হাতে হ্যাটট্রিক নৈপুণ্য দেখালেন ফরচুন বরিশাল তারকা কামরুল ইসলাম রাব্বি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা মাঠে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরশিাল অধিনায়ক তামিম ইকবাল। উড়ন্ত সূচনায় ওপেনিং জুটিতে ১৩১ রানের জুটি গড়েন রাজশাহীর দুই ব্যাটসম্যান শান্ত ও আনিসুল ইসলাম ইমন। শেষ পর্যন্ত ২২০/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে রাজশাহী। ফরচুন বরিশালের বল হাতে শেষ ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পেসার রাব্বি।
এদিন ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। শেষ পর্যন্ত ৫৫ বলে ১০৯ রানের ইনিংসে শান্ত হাঁকান ৪ বাউন্ডারি ১১টি ছক্কা। অপর ওপেনার ইমন করেন ৬৯ রান। ৩৯ বলের ইনিংসে ইমন হাঁকান ৭ চার ওতিনটি ছক্কা। ফরচুন পেসার রাব্বি চার ওভারের স্পেলে ৪৯ রানে নেন ৪ উইকেট। চার ওভারে ৪৩ রানে দুই উইকেট নেন অপর পেসার সুমন খান