স্বদেশ ডেস্ক:
মুন্সীগঞ্জের গজারিয়া ভবেরচরের একটু সামনে ল্যাংটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ দোকানের ভিতরে ঢুকে যায়। পিকআপটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় দুইজন পথচারীর উপর উঠে যায় পিকআপ। ঘটনাস্থলেই দুইজন পথচারী নিহত হয়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ সালাউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুমিল্লাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন পথচারীর উপর দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় পথচারী দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পিকআপটি (ঢাকা মেট্রো ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।