শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২১ ডিসেম্বর কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি

২১ ডিসেম্বর কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি

স্বদেশ ডেস্ক:

প্রায় ৮০০ বছর পর ২১ ডিসেম্বর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই বৃহস্পতি ও শনিগ্রহ খুব কাছাকাছি চলে আসবে। পশ্চিম আকাশে চোখ রাখলে খালি চোখেই ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মোটামুটি প্রতি ১৯ বছর ৭ মাস অন্তর এই দু’টি গ্রহ পরস্পরের কাছাকাছি আসে। ১২২৬ সালের ৪ মার্চ এমন কাছাকাছি এসেছিল বৃহস্পতি আর শনি। আর শেষবার ১৬২৩ সালে এতটা কাছাকাছি এসেছিল গ্রহ দু’টি। কিন্তু সেবার পৃথিবী থেকে ওই ঘটনা দেখা যায়নি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এত দিন পর। অর্থাৎ, ৮০০ বছর পরে আবার ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

তবে শুধু ২১ ডিসেম্বরের জন্য অপেক্ষা করে লাভ নেই। উৎসাহী ব্যক্তিরা তার আগে থেকেই রাতের আকাশে চোখ রাখতে পারেন। মোটামুটি ১৫ ডিসেম্বর থেকে সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে পরপর কয়েক দিন চোখ রাখলেই বোঝা যাবে, দু’টি গ্রহ কাছাকাছি চলে আসছে। এরপর ২১ ডিসেম্বর সবথেকে কাছে আসবে এই দু’টি গ্রহ। মোটামুটি গোটা উপমহাদেশ থেকেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

সূত্র : বর্তমান

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877