স্বদেশ ডেস্ক:
ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে বর্জ্য পানি শোধনাগারে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। খবর এএফপি’র।
ব্রিস্টল নগরীর উপকণ্ঠে ওয়েসেক্স ওয়াটার পরিচালিত শোধানাগারে বিস্ফোরণের পর সেখানকার পুলিশ চিফ ইন্সপেক্টর মার্ক রুনাক্রেস বলেন, ‘সেখানে চার জনের প্রাণহানি ঘটেছে।”
বিস্ফোরণে আরো এক ব্যক্তি আহত হয়েছে তবে তার অবস্থা গুরুতর নয়।