স্বদেশ ডেস্ক:
বরগুনার পাথরঘাটায় মায়ের সাথে অভিমান করে চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে আরিফ হোসেন (১৭) নামের এক কিশোর আত্নহত্যা করেছে। সে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকার আলকাছ হোসেনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আয়শা সিদ্দিকা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।