স্বদেশ ডেক্স: রাজধানীর আজিমপুর গোরস্থান শাহী মসজিদের একটি কক্ষ থেকে মো. আবু হানিফ (৪৫) নামে একজন খাদেমের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চারটি চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ওই খাদেমের লাশ উদ্ধার হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আশরাফ উদ্দিন বলেন, বুধবার আছরের নামাজের সময়ও হানিফ মসজিদে ছিলেন। কিন্তু মাগরিবের নামাজের সময় থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ সময় তার ফোন বন্ধ পেয়ে মসজিদ কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে। পরে মসজিদের দোতলায় যে ঘরে তিনি থাকতেন, তার পাশে একটি স্টোর রুমে রাতে তার বস্তাবন্দী লাশ পেয়ে পুলিশকে খবর দেয় মসজিদ কর্তৃপক্ষ।
ওসি আরও বলেন, মসজিদের দোতলায় এক ঘরে ওই খাদেমসহ চারজন থাকতেন। জিজ্ঞাসাবাদের জন্য বাকি তিনজনকে থানায় আনা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হানিফকে কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি আশরাফ