বুধবার, ০১ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে সাইবার হামলা

ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে সাইবার হামলা

স্বদেশ ডেস্ক:

করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছিল। রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলাটি চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। খবরে বলা হয়েছে, এ ঘটনার ব্যাপারে বিশদ জানেন এমন দুজন বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন।

এদিকে অক্সফোর্ডের তৈরি করোনার টিকা উৎপাদন ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত ভারতের প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা খুব দ্রুতই টিকা ব্যবহারের অনুমতি চাইবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা ছাড়পত্রের জন্য আবেদন করবেন।

তথ্য হাতিয়ে নেওয়ার ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে অ্যাস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে

ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এর পর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। তবে গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে যায়নি বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে জাতিসংঘের উত্তর কোরিয়ার দূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। এ ছাড়া দেশটির সঙ্গে বিদেশি সংবাদমাধ্যমের তেমন যোগাযোগও নেই। তবে অতীতে হ্যাকারের সব অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকায় হ্যাকিংয়ে যেসব কৌশল অনুসরণ করা হয়েছে, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন এর সঙ্গে উত্তর কোরিয়া জড়িত রয়েছে। এদিকে প্রযুক্তিবিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, এই সপ্তাহেই তারা দুটি উত্তর কোরীয় হ্যাকিং গ্রুপকে বিভিন্ন দেশে ভ্যাকসিন গবেষণাকে লক্ষ্য করে হামলা চালাতে দেখেছে।

এদিকে ভারতে টিকা নিয়ে সরকারের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। গত শনিবার সেরাম ইনস্টিটিউট পরিদর্শনে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের উৎপাদনসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর সফরের পরই সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে জরুরি ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে বলে জানান। অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পুনাওয়ালা বলেন, ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার জন্য যতটা ট্রায়াল হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877