স্বদেশ ডেস্ক:
সময়ের পরিক্রমায় তারকাদের নিয়ে সমালোচনা কিংবা ট্রল করা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক তারকাই ব্যাপারগুলো এড়িয়ে চলেন, আবার এর বিরুদ্ধে মুখ খোলেন। এবার ট্রলকারীদের কড়া জবাব দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে যাদের ঘরে বসে কিছু করার থাকে না, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে ট্রল করতে ব্যস্ত থাকে। লকডাউনে সে সংখ্যা আরও বেড়েছে।’ সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ তারকা যোগ করেন, ‘বেশিরভাগ মানুষের বাইরে কোনো কাজ না থাকার কারণে তারা সারাদিন ঘরে বসে কাটাচ্ছে। তাই নিজের এই অলস সময়ে অন্যদের নিয়ে মজার ট্রল করতে ব্যস্ত আছেন।’
কারিনা বর্তমানে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন। আগামী বছরের বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাইফ-কারিনা দম্পতির ঘরে আসতে যাচ্ছে তাদের নতুন অতিথি। তাদের প্রথম সন্তানের নাম তৈমুর আলী খান।