রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৬ লাখ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৬ লাখ

স্বদেশ ডেস্খ:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় কোটি ১৬ লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় কোটি ১৫ লাখ ৯২ হাজার ৯৫ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৪১ হাজার ৯৩৬ জন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা তিন কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৪৩৩।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ ৮৮ হাজার ২৮২। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৬৪ হাজার ৮৪৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ নয় হাজার ৭৮৭। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ৭১৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৭১ হাজার ৯৭৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877