স্বদেশ ডেস্ক: শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এর প্রাথমিক ফল পাওয়া যায় কয়েকদিনের মধ্যেই। তাতে মার্কিন মিডিয়ার প্রক্ষেপণে বলা হয়, বিজয়ী হচ্ছেন জো বাইডেন। শেষ পর্যন্ত ৬টি সুইট স্টেট ঝামেলা বাধায়। সেখানেও বাধা উৎরে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেন জো বাইডেন। সঙ্গে সঙ্গে সারাবিশ্ব থেকে অভিনন্দন বার্তায় ভাসতে থাকেন তিনি। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর প্রমুখ।
জো বাইডেনের বিজয় নিশ্চিত হলেও এরা তাকে অভিনন্দন জানাননি বা স্বীকৃতি দেননি। তবে দু’সপ্তাহেরও বেশি সময় পরে চীন কিন্তু সেই কাজটি সেরে ফেলেছে। এখনও অভিনন্দন জানাননি পুতিন, ওব্রাডর। বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি অভিনন্দন জানাবেন না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।