স্বদেশ ডেক্স: বিয়ের পর থেকেই ঝগড়া লেগে থাকতো তাদের। নিত্যদিনের ঘরোয়া অশান্তিতে তাই বিরক্ত হয়ে উঠেছিলেন সুরেশ। শেষমেশ স্ত্রী ও দুই সন্তানকে ফেলে পালিয়ে যান তিনি। অন্যদিকে স্বামীকে তন্ন তন্ন করে খুঁজে বেহাল দশায় তার স্ত্রী। অবশেষে তিন বছর পর সুরেশের খোঁজ পাওয়া গেল বিতর্কিত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এ ঘটনা। ২০১৬ সালে স্ত্রী ও দুই সন্তান রেখে উধাও হয়ে যান সুরেশ। স্বামীকে দীর্ঘদিন খুঁজে না পেয়ে স্থানীয় থানায় এফআইআর করেন তার স্ত্রী। তবে কোনো খোঁজ মেলেনি তার। এদিকে সম্প্রতি তাদের এক আত্মীয় একটি টিকটক ভিডিওতে সুরেশের মতো এক ব্যক্তিকে দেখে তার স্ত্রীকে জানান। পরে টিকটক ভিডিও দেখে স্বামীকে শনাক্ত করেন তিনি।
সুরেশের স্ত্রী এর পরই বিষয়টি পুলিশকে জানানোর পর স্থানীয় হসুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
ভিল্লাপুরমের পুলিশের তরফ থেকে জানানো হয়, বাড়ি থেকে পালিয়ে মেকানিকের কাজ শুরু করেন সুরেশ। সেখানে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। তাদের দুজনকে টিকটকের ভিডিওতে দেখা যায়।
এদিকে টিকটক অ্যাপ-এর বেশ কিছু খারাপ দিক নিয়ে সোচ্চার হয়েছিলেন ভারতের সাধারণ জনতা। বিশেষ করে কমবয়সীদের মধ্যে এই অ্যাপ ব্যবহারের কুপ্রভাব পড়ছে বলে দাবি করেন অনেকেই। কিন্তু তামিলনাড়ুর এই ঘটনা যেন বিতর্কিত এই অ্যাপের ভালো দিকের উদাহরণ হয়ে দাঁড়ালো।