সদেশ ডেক্স: আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য বিশ্বকাপে দু’ম্যাচ নির্বাসিত হতে পারেন বিরাট কোহলি। হঠাৎই এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর সেমিফাইনালের ঠিক আগে এরকম একটা খবরে উদ্বেগ ভারতীয় শিবিরে। কোহলি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারবেন না।
আফগানিস্তান ম্যাচে অতিরিক্ত আপিল করার জন্য শাস্তি হিসেবে বিরাটের ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। এবার বাংলাদেশের বিরুদ্ধেও একই কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য ফের বিরাটের শাস্তি হওয়ার আশঙ্কা। মঙ্গলবারের ঘটনাটি ঘটে ম্যাচের ১১তম ওভারে। তখন বল করছিলেন মোহাম্মদ শামি। তার বল লাগে সৌম্য সরকারের প্যাডে। তারপরই এলবিডব্লু–র জন্য জোর আবেদন করেন বিরাট।
কিন্তু অন–ফিল্ড আম্পায়ার মারায়িস এরাসমাস সৌম্যকে নট আউট দেন। তারপর ভারত অধিনায়কের রিভিউয়ের আপিল খারিজ করেন আম্পায়ার। মেজাজ হারান কোহলি। থার্ড আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত নেন, সৌম্যর প্যাড, ব্যাটে বল স্পর্শ করে একই সময়ে।
থার্ড আম্পায়ার বল ট্র্যাকিং স্ক্রিনের সাহায্য নেননি। বল ব্যাটে প্রথমে লাগার কোনো উপযুক্ত প্রমাণ নেই। কিন্তু ‘বেনিফিট অফ ডাউট’ থাকায় সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যায়। সুতরাং নট আউট সৌম্য সরকার। কিন্তু রিভিউ নিতে না দেয়ায় চটে যান বিরাট। বচসায় জড়িয়ে পড়েন। যার জেরেই এই দুঃসংবাদ ভারতীয় শিবিরে।