শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

আজকের রাশিফল সোমবার ২৩ নভেম্বর ২০২০

আজকের রাশিফল সোমবার ২৩ নভেম্বর ২০২০

মেষ:আপনার মেজাজটি বেশ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে চলেছে, দয়া করে অনুধাবন করুন।
বৃষ:বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

মিথুন:বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ আসতে পারে।
কর্কট:অনেক দিন ধরে আশা করা কোনও জিনিস আজ পেতে পারেন। অর্থের ব্যাপারে আজ ভাল চাপ থাকবে।

সিংহ:প্রেমের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে আজ। কাজের পরিবেশে আজ সাময়িকভাবে কিছু অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও সেটি আজ কাটিয়ে উঠতে পারবেন ।
কন্যা:নিজের পরিকল্পণা মতো কাজে অত্যন্ত সাফল্য আসবে, রহস্যজনক কারনে সমস্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে।

তুলা:কন্যার বিবাহের জন্য পরিবারে আলোচনা হতে পারে। আর্থিক দিক একটু দুর্বল থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন।
বৃশ্চিক: বকেয়া কোনো কাজের বিল আদায়ের যোগ প্রবল। বড় ভাই ও বন্ধুর সাহায্যে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সফল হবেন।

ধনু:পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ঠকাতে পারে।
মকর:সকালের দিকে শরীরের ব্যাপারে চিকিত্সকের সঙ্গে আলোচনা। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে।

কুম্ভ:মাতৃস্থানীয় কারও সঙ্গে হতে পারে মতোবিরোধ। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল।
মীন:ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877