শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আসন বাড়ছে সরকারি মেডিকেলে

আসন বাড়ছে সরকারি মেডিকেলে

স্বদেশ ডেস্ক:

এমবিবিএস কোর্সে ভর্তিতে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২৮২টি আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এ আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানা যায়, গত ১৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে।

এই স্মারকে বলা হয়েছে, ‌‘সুনামগঞ্জে নতুন স্থাপিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং অন্য ১৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এখন দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৯৩০। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসন বেড়ে ৩ হাজার ২১২ হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877