স্বদেশ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ব্যাঙ্গ চিত্রের প্রতিবাদে সিলেটে হেফাজতে ইসলামের সমাবেশ শুরু হয়েছে। নগরীর রেজিস্ট্রারি মাঠে বেলা দুইটা থেকে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে লোকারণ্য হয়ে উঠেছে সিলেটের রেজিস্ট্রারি মাঠ।
সিলেট জেলা হেফাজত আয়োজিত সমাবেশে বক্তৃতা দিচ্ছেন হেফাজতের স্থানীয় ও জাতীয় নেতারা। তারা ফ্রান্সের পণ্য বর্জন ও আনুষ্টানিকভাবে ফ্রান্সের সঙ্গে সর্ম্পক বিচ্ছিন্ন করতে সরকারের প্রতি আহবান জানান।
সমাবেশে বিকালে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, মাওলানা মামুনুল হক সহ সিনিয়র নেতারা।
এদিকে- সমাবেশকে কেন্দ্র করে নগরীর সিটি পয়েন্ট থেকে তালতলা পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে লোকারণ্য হয়ে উঠেছে সুরমা মার্কেট পয়েন্ট এলাকা।