মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেট ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত স্বর্ণের দাম ভরিতে কমল ৪২০ টাকা গরমে ফ্রিজের ঠাণ্ডা পানি খাওয়া কি ঠিক? প্রয়োজনে শুক্রবারও ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত আসতে পারে: শিক্ষামন্ত্রী সারাদেশ উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর সমুদ্রসীমায় ২০ মে থেকে ৬৫ দিন‌ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ : আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে হারুন হত্যা মামলা : ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু
‘দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই রাজপথ দখল করতে হবে’

‘দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই রাজপথ দখল করতে হবে’

স্বদেশ ডেস্খ:

দেশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই রাজপথ দখল করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বর্তমানে দেশ এক ব্যক্তির কথায় চলে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে কোট-কাচারি-উচ্চ আদালত থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এক ব্যক্তির নিয়ন্ত্রণে,এক ব্যক্তির কথায় চলে। এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। এই স্বৈরতান্ত্রিক মানসিকতা সস্পন্ন বিকারগ্রস্থ এক ব্যক্তির শাসনে দেশটা ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে। ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আগেই আপনাদেরকে উদ্যমী হয়ে রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।’

তিনি বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নাই, আছে ‘‘হাসিনার শাসনতন্ত্র’’। হাসিনা মানে সংবিধান। দুটি কথা সব কিছুতে, ‘‘আমি’’ আর ‘‘সব কিছু আমার’’। আমার বা আমারবাদ। গণতন্ত্রে কিন্তু কখনো আমার শব্দটি গ্রহণযোগ্য না। গণতন্ত্র মানে আমরা, গণতন্ত্র মানে আমাদের, গণতন্ত্র মানে বহুজন, গণতন্ত্র মানে বহুমত। গণতন্ত্র মানে এক জনের মত নয়, গণতন্ত্র মানে একজন নয়।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেল, ‘রক্তদান কর্মসূচি মানবতার সেবার একটি অংশ। এই রক্ত শ্রমজীবী ও সাধারণ রোগীরা পাবে। এতে করে তারা অনেক উপকৃত হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরিয়ে আরেকটি একাত্তর সৃষ্টি করবেন। বাংলাদেশ ও গণতন্ত্রকে মুক্ত করবেন- এটা আমরা আশা করি। কেননা দেশটা আপনাদের।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877