স্বদেশ ডেস্ক: ক্যানসারে আক্রান্ত অভিনেতা, নির্দেশক আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে আছেন। এ তথ্য নিশ্চিত করেন আলী যাকেরের ছেলে ইরেশ যাকের। তিনি জানান, আলী যাকের চার বছর ধরে ক্যানসারে ভুগছেন। হার্টের জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সিসিইউতে চিকিৎসাধীন তিনি। ১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন আলী যাকের।