রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
চূড়ান্ত হলো নেশন্স লিগের ফাইনালসের চার দল

চূড়ান্ত হলো নেশন্স লিগের ফাইনালসের চার দল

স্পোর্টস ডেস্ক:

কয়েকদিন আগে ফাইনালসের খেলা নিশ্চিত করেছিল স্পেন ও ফ্রান্স। বুধবার রাতে বাকি দুটি দল নাম লিখিয়েছে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে। দল দুটি হলো ইতালি ও বেলজিয়াম। এই চার দল নিয়ে আগামী বছরের অক্টোবরে হবে নেশন্স লিগের ফাইনাল। এ লিগের এক নম্বর গ্রুপের শেষ ম্যাচে ইতালি ২-০ হারিয়েছে বসনিয়াকে। গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের মাঠে ২-১ গোলে জিতেও লাভ হয়নি নেদারল্যান্ডসের। অন্যদিকে এ লিগের দুই নম্বর গ্রুপে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।

ফাইনালসে উঠতে শেষ ম্যাচের জয়ের বিকল্প ছিল না ইতালির। সেই কাজটি অবশ্য ভালো মতোই করেছে তারা। শুরু থেকে আক্রমণাত্মক খেলা ইতালি ২২ মিনিটে পায় সাফল্যের দেখা। লরেন্সো ইনসিনিয়ের ক্রসে ডি-বক্সে ছুটে গিয়ে দারুণ ভলিতে বল জালে পাঠান বেলোত্তি। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করা ইতালি ৬৬ মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। মানুয়েল লোকাতেল্লির দারুণ চিপ পাসে ভলিতে গোল করেন ডমিনেকো বেরার্দি। শেষ অবধি ২-০ গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে ইতালি।

এই নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইতালি। তিন জয় ও দুই ড্রয়ে নেদারল্যান্ডসের ১১ পয়েন্ট। দুই জয় ও এক ড্রয়ে পোল্যান্ডের পয়েন্ট ৭। ২ পয়েন্ট বসনিয়ার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877