স্পোর্টস ডেস্ক:
কয়েকদিন আগে ফাইনালসের খেলা নিশ্চিত করেছিল স্পেন ও ফ্রান্স। বুধবার রাতে বাকি দুটি দল নাম লিখিয়েছে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে। দল দুটি হলো ইতালি ও বেলজিয়াম। এই চার দল নিয়ে আগামী বছরের অক্টোবরে হবে নেশন্স লিগের ফাইনাল। এ লিগের এক নম্বর গ্রুপের শেষ ম্যাচে ইতালি ২-০ হারিয়েছে বসনিয়াকে। গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের মাঠে ২-১ গোলে জিতেও লাভ হয়নি নেদারল্যান্ডসের। অন্যদিকে এ লিগের দুই নম্বর গ্রুপে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে বেলজিয়াম।
এই নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইতালি। তিন জয় ও দুই ড্রয়ে নেদারল্যান্ডসের ১১ পয়েন্ট। দুই জয় ও এক ড্রয়ে পোল্যান্ডের পয়েন্ট ৭। ২ পয়েন্ট বসনিয়ার।