স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বালুর মাঠ থেকে মোস্তফা হাওলাদার (৪৮) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোস্তফা ডিপ টিউবওয়েল ঠিকাদার ছিলেন। তার বাড়ি কুমিল্লার বড়ুরা থানায়।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, ‘তাকে হত্যা করা হয়েছে’।
বুধবার রাতের যে কোনো সময় শহরের গলাচিপা নতুন মসজিদের সামনে মাসুদ মিয়ার পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
সকালে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কেন এবং কী কারণে কারা তাকে হত্যা করেছে, আমরা তদন্ত করছি।