শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ

স্বদেশ ডেস্ক;

সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে নওগাঁয় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। জেলার মোটর মালিক গ্রুপের নেতারা জানিয়েছেন, বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার সকাল থেকে জেলায় বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এ ছাড়া পর্যায়ক্রমে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা।

চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ মোটর মালিক গ্রুপের একাধিক নেতা জানান, নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

নওগাঁর শ্রমিক নেতারা হঠাৎ বাস চলাচল বন্ধ রাখার সমালোচনা করেছেন। তাদের দাবি, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিল না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিকপক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877